ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছে কমিশন: ইসি মাছউদ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০৩, ২২ জানুয়ারি ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছে কমিশন: ইসি মাছউদ

বরিশালে বুধবার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‍“স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনো ভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।” 

বুধবার (২২ জানুয়ারি) বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। 

নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য প্রদানে সহায়তার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তাদের মূল লক্ষ্য আগামী সংসদ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। সেই দিকেই এগিয়ে যাচ্ছে তাদের কমিশন। 

মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, জেলা নির্বাচন অফিসার মো. ওয়াহিদুজ্জামান মুন্সী উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়