ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

গাজীপুরে পালিয়ে যাওয়া নীলগাইটি উদ্ধার হয়নি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২২ জানুয়ারি ২০২৫  
গাজীপুরে পালিয়ে যাওয়া নীলগাইটি উদ্ধার হয়নি

গাজীপুর সাফারি পার্ক

গাজীপুর সাফারি পার্কের ইটের তৈরি ভাঙা দেয়াল টপকে একটি নীলগাই পালিয়ে গেছে। এর ছয় দিন পর বুধবার (২২ জানুয়ারি) বিকেল পর্যন্ত পালিয়ে যাওয়া প্রাণীটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। তবে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম নীলগাই পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

২০২১ সালে একই পার্ক থেকে একটি নীলগাই পালিয়ে যায়। তখন দুই মাস ধরে এটি দেশের কয়েকটি জেলায় বিচরণ করে শেষ পর্যন্ত টাঙ্গাইলের মধুপুর বন থেকে উদ্ধার হয়। পরে উদ্ধার নীলগাইটি পার্কে ফিরিয়ে আনা হয়।

আরো পড়ুন:

ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, ১৬ জানুয়ারি পুরুষ নীলগাইটি পালিয়ে যায়। পার্কের ভাঙা দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ পাওয়া যায়। দ্রুত সেটিকে আটকাতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আটকানো যায়নি। এর মধ্যে ১৮ জানুয়ারি নীলগাইটিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজার এলাকায় দেখা গেছে। এর পরদিন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে দেখা মেলে। আজ বুধবার (২২ জানুয়ারি) গাজীপুরের জৈনাবাজার এলাকায় খবর পেয়ে লোকজন সেখানে গেলে আর পায়নি। প্রতিবার খবর পেয়ে সেটিকে আটকাতে চেষ্টা করা হয়। ৬ দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকাসহ টাঙ্গাইল ও ময়মনসিংহের কয়েকটি স্থানে নীলগাইটিকে আটক করতে চেষ্টা করা হয়। এটির নিরাপত্তার জন্য সম্ভাব্য সব এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

তিনি আরো জানান, বন বিভাগের নির্দেশে সাফারি পার্কের কর্মীরা নীলগাইটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সাফারি পার্কে সম্প্রতি জন্ম নেওয়া দুটিসহ নীলগাইয়ের পালে সদস্যসংখ্যা ছিল ১১। এগুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক নয়টির মধ্যে ছয়টি পুরুষ ও তিনটি স্ত্রী। একটি পালিয়ে যাওয়ায় এখন মোট নীলগাইয়ের সংখ্যা হলো ১০। নতুন জন্ম নেওয়া শাবক দুটির লিঙ্গ এখনো জানা যায়নি।

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়