ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জনকে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জনকে পুলিশে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের দা‌য়ে ১১ জনেকে আটক ক‌রে‌ছে পার্ক কর্তৃপক্ষ। শ‌নিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ ঘটনা ঘ‌টে। প‌রে তাদের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, পার্ক সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাতে টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন। যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় সোপর্দ করা হয়।

আরো পড়ুন:

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে  জানান, পার্ক এলাকা থেকে ১১ জনকে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়