সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাসির আহমদ
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল-ঠেলাগাড়ি সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুর রহিম (১৭) ও সাফি আহমদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে নাসির আহমেদ ঠেলাগাড়ি নিয়ে লাকড়ি আনতে যান। পথিমধ্যে একটি মোটরসাইকেল পেছন থেকে ঠেলাগাড়িকে ধাক্কা দিলে নাসিরসহ আহত হন মোটরসাইকেলে দুই আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই মারা যান তিনি।
জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, ‘‘ঠেলাগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক আহত হন। এর মধ্যে, নাসির আহমদ নামের এক যুবককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/নূর/রাজীব