চট্টগ্রামে বস্তিতে আগুন, ৩০ ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামের সদরঘাট থানাধীন বড় মাইল্লার বিল বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ভোররাত সাড়ে ৩টার দিকে বড়মাইল্লার বিল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ এবং নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’’
আব্দুল্লাহ আরো বলেন, ‘‘অগ্নিকাণ্ডে বস্তির পঁচিশটি কাঁচাঘর এবং পাঁচটি সেমি পাকা ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’
ঢাকা/রেজাউল/রাজীব