ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫
মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, ‘‘রবিবার বিকেলে তিন মোটরসাইকেলে নয় বন্ধু নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে ফেরার পথে একটি ট্রাক এক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।’’

আরো পড়ুন:

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-সহকা‌রী পরিদর্শক (এএসআই) আজিমুল হক বলেন, ‘‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়