ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

সেনা অভিযানে মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫  
সেনা অভিযানে মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

ইয়াবা ও গাঁজাসহ আটককৃত ৫ জন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০) ও ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।

এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মো. সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন মাধবপুরের তাজপুর এলাকায় ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে চিহ্নিত মাদক কারবারির বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/মামুন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়