ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত

জেসিনা মোরশেদ প্রাপ্তি

সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍“সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির। যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদটি সাময়িক স্থগিত করা হলো। সেইসঙ্গে আনিত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”

কমিটির সদস্যরা হলেন- সংগঠনটির কেন্দ্রীয় নেতা আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজ। জেসিনা মোরশেদ প্রাপ্তিকে সশরীরে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির এক নেতা বলেন, জেসিনা মোরশেদ প্রাপ্তির বিরুদ্ধে সবশেষ ঝিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এছাড়া, বিভিন্ন উপজেলায় কমিটিতে পদ বণ্টন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যশোরের ৫৮ জন নেতার সই করা একটি লিখিত অভিযোগ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্ত আসেন কেন্দ্রীয় দুই নেতা। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে।”

এ বিষয়ে জানতে জেসিনা মোরশেদ প্রাপ্তির মোবাইল কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘চিঠিটি পেয়েছি। সেখানে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে সদস্য সচিবের পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।”

গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মোরশেদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ জনের যশোর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ছয় মাসের জন্যে অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এর সপ্তাহ খানেকের মধ্যে নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে সংগঠনটির ৯ নেতা পদত্যাগ করেন।

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়