ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট: গাইবান্ধায় আ.লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাইবান্ধায় আ.লীগ নেতা আটক

ফাইল ফটো

অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন গাইবান্ধার সাঘাটা থেকে সিরাজুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাঘাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সাঘাটা বাজার এলাকার মৃত কোরবান আলীর ছেলে সিরাজুল ইসলাম।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ওসি শাহিনুর ইসলাম বলেন, “অপারেশন ডেভিল হান্টে সাঘাটা থানা পুলিশের সহযোগিতায় নাশকতার পরিকল্পনাকারী হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়