নড়াইল-২ আসনে জামায়াতের প্রার্থী আতাউর
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুইটি আসনের মধ্যে একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর) আসনের জন্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জান এতথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াতের আমির।
জামায়াত সূত্রে জানা যায়, সারা দেশের সব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জামায়াতের নড়াইল জেলার আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “নূন্যতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই আশা করছি। সুষ্ঠু নির্বাচন হলে নড়াইলের দুইটি আসনেই জামায়াত ভালো করবে। নড়াইলের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব।”
ঢাকা/শরিফুল/মাসুদ