ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

কুষ্টিয়ার ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫
কুষ্টিয়ার ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

যেসব আসনে প্রার্থী দেওয়া হয়েছে, সেগুলো হলো: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন; কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দলটির নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর; কুষ্টিয়া-৩ (সদর) আসনে কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন; কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইন।

ঢাকা/কাঞ্চন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়