ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ফটো

হাতে রামদা নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল। 

আরো পড়ুন:

আরো পড়ুন: অস্ত্র হাতে বাজারে গিয়ে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “এ ঘটনায় গতকাল রাতে এমসি বাজারের ব্যবসায়ী হযরত আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পাঁচজনের নাম উল্লেখ করে ও নাম না জানা ২০-২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি রামদা জব্দ করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।” 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)। 

ঘটনার মূলহোতা অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় যান। তিনি হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এর পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে। 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়