ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
নড়াইলে অস্ত্রসহ ১৭ মামলার আসামি ধলা বাবুল ও তার ভাই গ্রেপ্তার

১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই বিপুল শেখ

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে এই দুই ভাইকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। 

তারা মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। 

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত দুইটার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। 

ঢাকা/শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়