ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১০:৫৬, ৩ মার্চ ২০২৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন 

সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এসময় তারা একটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। নারী শ্রমিকের আত্মহত্যার জেরে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী ও পুলিশ।

সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে টায়ার ও কারখানার গাড়িতে আগুন দেন তারা। 

আরো পড়ুন:

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা এ্যাপারেলস লিমিটেড। গতকাল এই কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে আজ (সোমবার) সকাল ৮টার দিকে ওই কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ভোগরা বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিং মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে টায়ার ও কারখানার সামনে থাকা মোটরসাইকেল ও গাড়ি মহাসড়কে এনে আগুন দেন তারা। এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “গতকাল এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদেরকেও দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। ওই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা কারখানার সামনে থাকা একটি গাড়ি সড়কে এনে আগুনে পুড়িয়ে দিয়েছেন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়