ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৩ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৪ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৬, ৪ মার্চ ২০২৫
৩৩ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়

দফায় দফায় বৈঠক শেষে অবশেষে ৩৩ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড মোড়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘোষণা দিয়ে এই ধর্মঘট প্রত্যাহার করে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

এসময় সকলের উদ্দেশে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

আরো পড়ুন:

এ সময় পরিবহন নেতারা জানান, ধর্মঘট শুরুর পর থেকে দফায় দফায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হয় তাদের। সর্বশেষ সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও সকলের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সকলে সড়কে নিরাপত্তাসহ গাড়ি পোড়ানো ও শ্রমিকের উপর হামলা মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: জামালপুরে বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩ মার্চ) দুপুরে জামালপুরে গণপরিবহন চলাচল বন্ধ করে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
 

ঢাকা/শোভন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়