ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন হয়রানির অভিযোগে জুতার মালা পরিয়ে হেনস্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৮ মার্চ ২০২৫  
যৌন হয়রানির অভিযোগে জুতার মালা পরিয়ে হেনস্তা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তির গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দড়িপাতা গ্রামের লোকজন এ ঘটনা ঘটায়। 

এক কিশোরীকে যৌন হেনস্তা করায় ওই ব্যক্তির গলায় জুতার মালা পরিয়ে বিভিন্ন সড়ক ঘুরানো হয়। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

ওই ব্যক্তির বিরুদ্ধে শনিবার (৮ মার্চ) দুপুরে গম খেতে ৮ বছর বয়সী এক কিশোরীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করছিল— এমন অভিযোগ তোলেন দড়িপাতা গ্রামের লোকজন। তারপরই তাকে আটক করে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে বিভিন্ন সড়ক ঘুরানো হয়। এর ভিডিও করে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। পরে ভিডিওটি মূহূর্তে ভাইরাল হলে এ ঘটনায় গোমস্তাপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাঙ্গাবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড গ্রাম পুলিশ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘আমাকে ফোন দিয়ে ডাকা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, ততক্ষণে অনেকে জড়ো হয়ে গেছে। ওই ব্যক্তির প্রতি অনেকে মারমুখী আচরণ করে। পরে তার মুখে চুন-কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়।’’

তিনি আরো জানান, নিরাপত্তার কথা ভেবে তাকে ইউনিয়ন পরিষদের একটি ঘরে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘‘আমি দুপুরের পর থেকে এলাকার বাইরে আছি। বাইরে থেকে যতটুক শুনেছি, খুব-একটা মেজর ঘটনা নয়। এলাকার মানুষ অতি-উৎসাহী হয়ে এ কাণ্ড ঘটিয়েছে।’’  

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‘‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। এক ব্যক্তিকে জুতার মালা গলায় দিয়ে হাঁটানো হচ্ছে- এমন ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে।’’ 

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়