ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরার সেই শিশুটির অবস্থা অপরিবর্তিত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১০ মার্চ ২০২৫   আপডেট: ১৫:০৭, ১০ মার্চ ২০২৫
মাগুরার সেই শিশুটির অবস্থা অপরিবর্তিত

প্রতীকী ছবি

মাগুরায় ‘ধর্ষণের’ শিকার আট বছর বয়সী শিশুর অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীর মামাতো ভাই।

সোমবার (১০ মার্চ) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘চিকিৎসক জানিয়েছেন, অবস্থা এখনো অপরিবর্তিত। লাইফ সাপোর্টেই আছে।’’

এর আগে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে বলা হয়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তবে, এ তথ্যের সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন ওই স্বজন।

এর আগে, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন।

মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রবিবার মামলার প্রধান আসামির ৭ দিন এবং বাকিদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়