বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাহমুদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করেন।
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা।
বুধবার (১২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করেন।
বেলা সাড়ে সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, “আমাদের পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিকদের ও স্টাফদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিক ও স্টাফরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে।”
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত,ওসি) কামাল হোসেন বলেন, “দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমধানের চেষ্টা করছি।”
ঢাকা/আরিফুল/এস