ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদ বোনাসের দাবি 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ১০:৪৪, ১৪ মার্চ ২০২৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করে ‘স্মোক সোয়েটার’ নামে ফ্যাক্টরির শ্রমিকরা

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় ঈদুল ফিতরের বোনাসোর দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা। 

শুক্রবার (১৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে কারখানাটির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

আরো পড়ুন:

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার পর মহানগরীর তেলিপাড়ায় অবস্থিত ‘স্মোক সোয়েটার’ নামে ফ্যাক্টরির দুই থেকে তিন শতাধিক শ্রমিকরা ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই কারখানার কোনো বেতন বকেয়া নেই। তারা ঈদ বোনাসসহ কয়েকটি দাবি তুলেছে। বর্তমানে মহাসড়ক বন্ধ রয়েছে। আমরা মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়