ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৩ দিন পর মিলল রায়হানের মরদেহ 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৩, ২১ মার্চ ২০২৫
লঞ্চের ধাক্কায় নিখোঁজের ৩ দিন পর মিলল রায়হানের মরদেহ 

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের ৩ দিন পর শিশু রায়হান মল্লিক (৯) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ তে কল দেয়। পরে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও নৌ পুলিশ এসে নদী থেকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক। নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে শিশুটি। এ সময় বরগুনাগামী  মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে  নদীতে নৌকাটি ডুবে যায়। জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান চালালেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। শুক্রবার সকাল ১০ টার দিকে পার্শ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শিশু রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, শিশুর মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অলোক/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়