ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৬ মার্চ ২০২৫  
নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দুপুরে আসামিদের আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়