মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মজুচৌধুরীর হাট লঞ্চঘাট
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ছেড়েছিলেন অনেক মানুষ। টানা ৯দিন বন্ধ থাকার পর রবিবার (৬ এপ্রিল) খুলবে সরকারি অফিস। এ কারণে সরকারি চাকিরজীবীসহ বিভিন্ন পেশার লোকজন নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজ সকাল থেকেই লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মক্ষেত্রমুখী মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার (৫ এপ্রিল) মজুচৌধুরীর হাট লঞ্চঘাট হয়ে ঢাকা ও চট্টগ্রামে বিভাগের বিভিন্ন জেলায় কর্মস্থলে যেতে শুরু করেছেন বরিশাল, ভোলা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ। মজুচৌধুরীর হাট-ভোলা-বরিশাল নৌপথে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।
এদিকে, যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে।
ঢাকামুখী কয়েকজন যাত্রী জানান, প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে তারা ঢাকায় ফিরছেন। বাড়িতে যাওয়া এবং কর্মস্থলে ফেরার পথে কোথাও তাদের ভোগান্তিতে পড়তে হয়নি। ঈদের ছুটি বেশি থাকায় সড়ক এবং নৌপথে চাপ কম ছিল।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল আহমেদ খাঁন বলেন, “আজ সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কোনো যানজট বা ভোগান্তি নেই। দুইটি ঘাট সচল রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ