ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভীর রাতে পুড়ল ধর্ষিতার ঘর, সন্দেহের তীর ধর্ষকের দিকে

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:২৪, ৬ এপ্রিল ২০২৫
গভীর রাতে পুড়ল ধর্ষিতার ঘর, সন্দেহের তীর ধর্ষকের দিকে

কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে আগুনে পুড়ে যায় ওই শিশুর থাকার একমাত্র টিনের ঘর। এ সময় ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

শনিবার সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু এবং তার মাকে পাওয়া যায়নি। তারা কোথায় আছেন জানতে চাইলে পরিবারের কেউ মুখ খোলেননি।

সরেজমিনে দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কয়েকটি বাঁশের খুঁটি অবশিষ্ট রয়েছে। ঘরের মধ্যে থাকা বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে যত্রতত্র। শিশুটির চাচা বলেন, ‘‘কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় একটি আগেই ঘুমিয়ে পড়ি। পরে লোকজনের চিৎকারে জেগে দেখি ভাইয়ের ঘরে আগুন জ্বলছে।’’

তিনি এ সময় অভিযোগ করে বলেন, ‘‘কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাছাড়া ওই ঘরে গভীর রাতে আগুন লাগবে কী করে?’’ তিনি ধর্ষণের বিচার দাবির পাশাপাশি এই অগ্নিকাণ্ডেরও বিচার দাবি করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ‘‘ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামে এক সন্দেহভাজনকে আটক করেছি। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে।’’

এ দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, ‘‘শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।’’

কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়