ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৬ এপ্রিল ২০২৫  
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কুদ্দুস ব্যাপারী

শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। ঢাকার শাহজাহানপুর থেকে র‌্যাব-৮ ও ৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর রূপাতলীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। 

আরো পড়ুন:

আরো পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

গ্রেপ্তার কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে শরীয়তপুর জেলার জাজিরা থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে।

আরো পড়ুন: শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬

গতকাল শনিবার (৫ এপ্রিল) সকালে পূর্ব বিরোধের জেরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। এসময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এ ঘটনায় জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

আরো পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতবর প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে কুদ্দুস ব্যাপারী জয়ী হন। এরপর থেকেই কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে দুই পক্ষ আগেও সংঘর্ষে জড়িয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের ফসলের মাঠে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা/পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়