ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে গৃহবধূকে হত্যা, স্বামী-সতিন পলাতক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৯ এপ্রিল ২০২৫  
যশোরে গৃহবধূকে হত্যা, স্বামী-সতিন পলাতক

ফাইল ফটো

যশোরের চৌগাছায় রিক্তা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেঁকিপোতা গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী-সতিন ও সৎ ছেলে পালাতক।

আরো পড়ুন:

নিহত রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছয় মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও রোকন আলীর ছেলে বরকত বিয়ে মেনে নিতে পারেনি।

আজ সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে যান। এসময় রিক্তা বাড়িতে ছিলেন। এলাকাবাসী বরকতকে রক্তমাখা অবস্থায় পালিয়ে যেতে দেখেন। এলাকাবাসী দ্রুত রোকন আলীর বাড়িতে গিয়ে রিক্তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক। পুলিশ তাদের আটকের জন্য কাজ করেছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়