ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‌‌‘আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:৩৪, ১৩ এপ্রিল ২০২৫
‌‌‘আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন’

রবিবার বিকেলে আগুন লেগে পুড়ে যায় দানিয়েল রায়ের বাড়ি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল রায়। সংসারে স্ত্রী শেলীর রায় ও দুই সন্তান রয়েছে তার। একটি এনজিওতে নাইট গার্ডের চাকরি করে সামান্য বেতনে ভালোই চলছিল তাদের সংসার। তবে, তার সেই সুখের সংসারে ছেদ টানলো আগুন। 

রবিবার (১৩ এপ্রিল) বিকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় দানিয়েল রায়ের বসত ঘর। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে তাকে।

আরো পড়ুন:

দানিয়েল রায় বলেন, “আজ বিকেলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেভান। ততক্ষণে ঘর ও ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন।”

তিনি বলেন, “খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। খাবারের ব্যবস্থা না থাকায় রাতে না খেয়েই থাকতে হবে পুরো পরিবারকে। সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।”

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”

কোটালীপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‍“বিষয়টি আমার জানা ছিল না। আপনার কাছ থেকে জানতে পারলাম। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তকে সার্বিক সহযোগিতা করা হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়