ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২৩:১২, ১৪ এপ্রিল ২০২৫
যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে মনিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ দুঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সুত্র জানা যায়, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসব একত্রিত হন ৫০ জন সন্নাসী। বিকাল ৪টার দিকে মনিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। খেজুর গাছের মাথায় চড়ে তিনি খেজুর ছুড়তে থাকেন। এক পর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়