ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩৮, ১৫ এপ্রিল ২০২৫
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন

আটক ২০ বাংলাদেশিকে নিয়ে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযানে তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছান। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে নৌ বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযান তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। 

নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ফিরিয়ে আনা নাগরিকদের স্ব স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করা হবে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়