ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:১৫, ১৬ এপ্রিল ২০২৫
পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির একটি ঘর আগুনে পুড়ে গেছে। টিনশেডের ওই ঘরে ধানের খড় রাখা হতো। তবে, মূল বাড়ির কোনো ক্ষতি হয়নি।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ৩০ ফিট দৈর্ঘ্য ও ১০ ফিট প্রস্থের টিনশেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, ‘‘মধ্যরাতে কে বা কারা খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা আগুন দেখে ডাক-চিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, ‘‘অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’’

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’

এর আগে, গত বছরের ৫ আগস্ট সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। সে সময় বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়