ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:০৭, ১৭ এপ্রিল ২০২৫
কলেজছাত্রীকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মুন্না

রাজশাহীতে কলেজছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। এর আগে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঝলমলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার মুন্না রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তার একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্তের পর গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরে তাকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা–পুলিশে হস্তান্তর করা হয়।

ঢাকা/কেয়া/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়