ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‌‘আমি এখন পথের ভিখারি’

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৮ এপ্রিল ২০২৫  
‌‘আমি এখন পথের ভিখারি’

শুক্রবার সকালে গাইবান্ধার মাঠেরপাড় বাজারে লাগা আগুনে পুড়ে যাওয়া একটি দোকান

“প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। আজ সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই, আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব শেষ। আমি এখন পথের ভিখারি।”

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে লাগা আগুনে পুড়ে যাওয়া মালেক স্টোরের মালিক আব্দুল মালেক এভাবেই কথাগুলো বলছিলেন। 

আরো পড়ুন:

আগুনে মালেক স্টোরের পাশাপাশি আরো চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সেগুলোর মধ্যে রয়েছে- সাইদুলের মালামাল রাখার গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি ও শহীদ স্টোর। মনজুর নামে এক ব্যক্তির চায়ের দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টার দিকে মাঠেরপাড় বাজারে মালেক স্টোরে আগুন দেখতে পান তারা। মুহূর্তে আগুন মার্কেটের আরো চারটি দোকানে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি দোকানে থাকা বিভিন্ন ধরনের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। 

গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডর আবু মোত্তালেব বলেন, “সকাল ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, “অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।” 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়