ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় নিখোঁজ শিশুসহ ৩ নারীকে ঢাকা থেকে উদ্ধার 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:২৭, ২২ এপ্রিল ২০২৫
কুষ্টিয়ায় নিখোঁজ শিশুসহ ৩ নারীকে ঢাকা থেকে উদ্ধার 

ঢাকার বাড্ডা এলাকা থেকে উদ্ধার শিশুসহ তিন নারী

কুষ্টিয়ার মিরপুর থেকে তিন নারী ও এক শিশু নিখোঁজের একদিন পর রাজধানীর বাড্ডা থেকে তাদের উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নিখোঁজ তিন নারী ও এক শিশুকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলো- উপজেলার তালবাড়িয়া পশ্চিম রানাখড়িয়া এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে আফরোজা খাতুন (১৬), মো. রানার মেয়ে অথৈই খাতুন (১৭) ও মো. আরিফুল ইসলামের মেয়ে আনিকা খাতুন (২১) ও তার ছেলে মো. আনাছ (১৯ মাস)।

কুষ্টিয়ার মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি সহায়তায় রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে। 

এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা পরিবারের অবহেলার শিকার এবং নিজেরা আয়-রোজগার করে স্বাবলম্বী হওয়ার আশায় পরিবারের সদস্যদের সেভেনআপের সাথে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “সোমবার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করি। অতঃপর মিরপুর থানার চৌকস একটি দল রাজধানীর মধ্য বাড্ডা থেকে তাদের উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, গত রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে একই পরিবারের তিন নারীসহ শিশু নিখোঁজের ঘটনা ঘটে।

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়