ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি উদ্ধার, লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৪ এপ্রিল ২০২৫  
জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি উদ্ধার, লাখ টাকা জরিমানা

জেলি পুশকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাগড়াঘাট গ্রামের আতাউরের বাড়িতে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেছেন। এ টাকা অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ড দেন।

কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর নাহিদ হোসেনের নেতৃত্বে অভিযানে ২১০ কেজি ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা, গলদা ও হরিণা চিংড়ি মাছ উদ্ধার করা হয়। সেখান থেকে জেলি পুশ করার সরঞ্জাম সিরিঞ্জ, জেলি,  মেডিসিনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম। উদ্ধারকৃত চিংড়ি আগুনে জ্বালিয়ে নষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ঢাকা/শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়