ধামরাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালামপুর ভালুম মাঠে এই খেলার আয়োজন করে তরুণদের সংগঠন ‘বন্ধুমহল’। খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। ফলে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
লাঠি খেলা দেখতে আসা সবার দাবি ছিল এই আয়োজন যেন অব্যাহত থাকে। আয়োজকরা জানান, তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার।
লাঠিয়াল মো. দেলোয়ার হোসেন বলেন, “বাপ-দাদাকে দেখেছি এই খেলা খেলতে। আমরাও ছোট থেকেই খেলেছি। এখন তেমন কেউ খেলার নেই। আমরা নতুনদের ডেকে খেলার জন্য নিয়ে আসি। তারা এই খেলায় তেমন পারদর্শী না।”
আরাফাত রহমান কোকোর স্মৃতির স্মরণে লাঠি খেলা শেষে ভলিবল খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক। আয়োজনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
ইউএনও মো. মামনুন আহমেদ অনীক বলেন, “আয়োজকদের ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য। আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা হারিয়ে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে এমন আয়োজন আরো বেশি হওয়া উচিৎ। সরকারি পৃষ্ঠপোষকতায়ও আমরা এমন আয়োজন করার চেষ্টা করব।”
ঢাকা/সাব্বির/মাসুদ