ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৭ এপ্রিল ২০২৫  
আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন নেতা

নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদার। রবিবার (২৭ মার্চ) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে এ কাণ্ড ঘটান তিনি।

আবু ছাইদ শিকদার ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আবু ছাইদ শিকদার সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার ভাগ্নে। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি নৌকার ভাস্কর্য তৈরি করান। আজ রবিবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এসময় স্থানীয় জনগণ উৎসুক হয়ে ঘটনাটি দেখেন।

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী মুক্তা মোবাইল ফোনে বলেন, ‍“আবু সাইদ শিকদার মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে আবু সাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতভাগ হয়েছি।”

তিনি আরো বলেন, “আমরা নৌকার ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবু ছাইদ শিকদার বলেন, “যার দল করি, তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছেন। আদর্শ্যচ্যুত হয়েছেন, তাই তিনি পালিয়েছেন। ওই দল আমি আর করব না। আওয়ামী লীগ আর করব না। এ কারণে নৌকার ভাস্কর্য ভেঙে ফেলেছি।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়