ফরিদপুরে আ.লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মতি কাজী
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মতি কাজী (৪৫) নামে আওয়ামী লীগ নেতাকে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগের মামলায় গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
শনিবার (৩ মে) দুপুরে মতি কাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মতি কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য ও সোতাশি গ্রামের দাউদ কাজীর ছেলে।
তার বিরুদ্ধে গত ২৫ মার্চ আব্দুর রহিম নামে একজন বাদী হয়ে বোয়ালমারী থানায় বিএনপি ও জামায়াতের কর্মীদের বাড়িরঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, মতি কাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগও রয়েছে। মাদক মামলা থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শোন এরেস্ট দেখাবেন।
ঢাকা/তামিম/বকুল