ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে মাদক মামলায় গ্রেপ্তার দম্পতি আদালতে

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৫ মে ২০২৫  
ঝিনাইদহে মাদক মামলায় গ্রেপ্তার দম্পতি আদালতে

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫ মে) তাদের আদালতে পাঠানো হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। 

রবিবার (৪ মে) রাতে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে ওই দম্পতি গ্রেপ্তার হন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।

ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়