ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বারো রাস্তার মোড়ে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৬ মে ২০২৫  
রাজশাহীতে বারো রাস্তার মোড়ে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন

রাজশাহীর দুর্ঘটনাপ্রবণ এলাকা ছোটবনগ্রামের বারো রাস্তার মোড় ভেঙে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৬ মে) নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর মানববন্ধনের আয়োজন করে।
 
মানববন্ধনে বক্তারা জানান, নগরীর অন্যতম ব্যস্ত সড়ক হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত। এই সড়ক চারলেন বিশিষ্ট। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়কের এটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

বক্তারা আরো জানান, রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতিমাসে অন্তত ১০-১৫টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোনো ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। তাই আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগে গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।

আরো পড়ুন:

এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদকে স্মারকলিপি দেন। 
 
মানববন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়