ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১০ মে ২০২৫   আপডেট: ০৯:২২, ১০ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ 

উদ্ধারকাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর আবারও একই স্থানে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। 

শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়। এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।

এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে একই স্থানে একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় মালবাহী ট্রেনটির উদ্ধারকাজ শেষে ভোর ৫টা ৩৩ মিনিটে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হওয়ায় সেটি ফেলে রেখে মাত্র আধা ঘণ্টা পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে মেরামত কাজ চলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

ঢাকা/পলাশ/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়