ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলোগ্রাউন্ড ময়দানে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১০ মে ২০২৫  
পলোগ্রাউন্ড ময়দানে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের সমাবেশ। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে অন্তত ৫ লাখ তরুণের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ মে) দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশ আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল। তীব্র গমর উপেক্ষা করে নেতাকর্মীরা পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশে যোগ দিতে শুরু করেছেন। 

আরো পড়ুন:

তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভ্যর্থনা জানান মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ, যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‍“কয়েক সপ্তাহ ধরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে। তরুণ-যুবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পলোগ্রাউন্ড ময়দান থেকে লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবেন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়