ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১০ মে ২০২৫  
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে

ফাইল ফটো

ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা সাথী খাতুন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে জেলার হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

আরো পড়ুন:

শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শিশু সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন। চারাতলা বাজারে কাছাকাছি পৌঁছালে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা সাথী খাতুন ও তার সন্তান রুহুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি বলেন, ‘‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’’

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান বলেন, ‘‘এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়