ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১১ মে ২০২৫   আপডেট: ২০:১৫, ১১ মে ২০২৫
ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাড়েরা এলাকার মজিদের ছেলে সজীব মিয়া (২০) ও মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান সজীব। বিকেল ৪টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেন তিনি। এসময় ঝড়ের কবলে গাছটি উপড়ে সজীবের ওপরে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

অপরদিকে, মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঝড়ে একটি ডাল ভেঙে তার মাথার ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান শফিক বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়