রংপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সঞ্জয় চন্দ্র (২৭) ও বেলাল হোসেন (৪০)। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে পুলিশ।
ওসি বলেন, ‘‘এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হয়েছে।’’
ঢাকা/আমিরুল/রাজীব