ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১২ মে ২০২৫  
ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

প্রতীকী ছবি

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব -১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার ইবি থানা এলাকার মৃত শওকত আলীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কর্তব্য পালন শেষে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। সাহার বাজার এলাকায় পৌঁছালে কালবৈশাখী ঝড়ে  গাছের একটি ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিকের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর সিদ্দিকের সঙ্গে থাকা অপর র‌্যাব সদস্য।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘ঘটনাস্থল গাইবান্ধা সদর থানা হওয়ায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানা ও গাইবান্ধা র‍্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’’

গাইবান্ধা র‍্যাব-১৩ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়