ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৩ মে ২০২৫   আপডেট: ১৩:২৭, ১৩ মে ২০২৫
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

শোকে স্তব্ধ হয়ে পড়া পরিবারটির পাশে এলাকাবাসীর ভিড়

রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মিরবাগ বেইলি ব্রিজের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মিরবাগ রেল গেট এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী রুবি বেগম (৩৪), তাদের তিন বছরের শিশু রহমত এবং আশরাফুলের ভাতিজি আনারুল ইসলামের মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী সিনহা বেগম (১৬)। সিনহা স্থানীয় মিরবাগ গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া উপজেলার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে হালকা বৃষ্টির মধ্যে মিরবাগ বেইলি ব্রিজের সামনে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এসএসসি পরীক্ষার্থী নিহত সিনহার চাচা আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার বড় ভাই আশরাফুল ইসলাম, তার স্ত্রী ও শিশুসন্তান, সাথে আরেক বড় ভাইয়ের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সিনহাকে নিয়ে কাউনিয়া উপজেলা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হয়েছিল। পধে বেইলি ব্রিজের সামনে যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। সড়কে এভাবে বেপরোয়া যানবাহন চলাচল করলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? 

কাউনিয়া থানার এসআই সাহানুর ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে গেছে, তবে সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা/আমিরুল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়