রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর চান্দনা ডাকঘরের জায়গা দখল মুক্ত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
চান্দনা ডাকঘর দখল মুক্ত করতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর রোডের পাশে অবস্থিত চান্দনা ডাকঘরের জায়গা দখল করে বানানো হয়েছিল স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয়। সেই জায়গা দখলমুক্ত করেছে গাজীপুর সিটি করপোরেশন।
দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘চান্দনা ডাকঘরে এখন স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয়’ শিরোনামে মঙ্গলবার (১৩ মে) সকালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসলে বিকেলে স্থানটি দখল মুক্ত করে সিটি করপোরেশন।
গতকাল সোমবার (১২ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দনা ডাকঘর যেখানে ছিল সেখানে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয়ের নাম লেখা। রয়েছে একাধিক ব্যানার ও পোস্টার। মূল ভবনের বাইরে পাশের একটি ছোট কক্ষ ডাকঘরের জন্য নির্ধারণ করা হয়েছে। ডানপাশে একটি কক্ষে সাঁটার লাগানো। সেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৪-৫ দিন আগে থেকেই বিএনপির অঙ্গসংগঠনের কার্যালয়ের জন্য ভবনটিতে লেখালেখি ও ফেস্টুন টানানো হয়েছে। কিন্তু এটি সাবেক পৌরসভার ভবন তবে এখন এটির দায়িত্ব সিটি কর্পোরেশনের। সরকারি সম্পত্তিতে দলীয় কার্যালয় হয় এটি তাদের জানা ছিল না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনও এটি করার সাহস করেনি।
দখল ও কার্যলয়ের বিষয়ে বাসন থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেউ কথা বলতে রাজি হননি। তবে, আগে গাজীপুর বাসন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনসুর বলেছিলেন, “ওখানে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় হয়েছে আমি জানি না। আমি আহ্বায়ক কিন্তু আমারও জানা নেই। কেউ করেছে কিনা সেটিও বলতে পারব না।”
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “রাতের আধারে কার্যালয়টি দখল করে সাইনবোর্ড দিয়েছে কে বা কারা। আমরা সাইনবোর্ড ও লেখা মুছে ফেলে সব রুমে তালা দিয়েছি। কাল থেকে সেখানে একজন নিরাপত্তা কর্মী পাহারায় থাকবেন।”
ঢাকা/রেজাউল/মাসুদ