ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

গাজীপুরে সংঘর্ষে আহত ৪, কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ মে ২০২৫  
গাজীপুরে সংঘর্ষে আহত ৪, কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ চারজন আহত হন। তাদের মধ্যে হযরত আলী (৬৫) নামে এক কৃষকের বাম হাতের কব্জি দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতি সুতা (দক্ষিণ পাড়া) গ্রামের শেখবাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, “হযরত আলী নামে এক বৃদ্ধ বাম হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসা নিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।”

আরো পড়ুন:

কব্জি বিচ্ছিন্ন হওয়া কৃষক হযরত আলী একই গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে। তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত অন্য তিনজন হলেন- মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে ও টাঙ্গাইলের নাগরপুর থানার পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) এবং অমূল্যের মেয়ে কলেজ শিক্ষার্থী সঙ্গীতা বিশ্বাস (১৭)। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ বলেন, “দীর্ঘদিন ধরে বন বিভাগের একটি জমি হযরত আলী ভোগ দখল করছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান। আজ মঙ্গলবার সকালে জমিতে চাষাবাদ করতে গেলে অমূল্য চন্দ্র বিশ্বাস ও তার ভাই পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস বাধা দেন। একপর্যায়ে অমৃত চন্দ্র বিশ্বাসের দায়ের কোপে হযরত আলীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।”

অমূল্য চন্দ্র বিশ্বাসের বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস দাবি করেন, হযরত আলী ও তার স্বজনরা প্রথমে তাদের ওপর হামলা চালান। তিনি বলেন, “হযরত আলীর লোকজন তার হাত কেটে আমাদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে।”

শ্রীপুর রেঞ্জের বিট কর্মকর্তা আলাল উদ্দীন বলেন, “ঘটনাস্থলের জমি বন বিভাগের। এটি নিয়ে আগে থেকেই মামলা চলমান। বন বিভাগ গত বছর সেখানে চারা রোপণ করেছে, চলতি বছরেও করবে। জমিটি বন বিভাগের অধিভুক্ত।”

শ্রীপুর থানার ওসি (অপারেশন) নয়ন কর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। সার্কেল এএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ঢাকা/রফিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়