ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় শ্বশুর হত্যায় জামাতা ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৩ মে ২০২৫  
খুলনায় শ্বশুর হত্যায় জামাতা ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

খুলনায় শ্বশুরকে হত্যার দায়ে জামাতা এবং তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানা এলাকার আতিয়ার রহমানের বাড়ির বাসিন্দা শেখ তুজামের ছেলে জামাতা শেখ রাশেদ এবং তার ছোট ভাই শেখ রকিবুল ইসলাম।

এজাহারের বিবরণে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মোবাইলে কথা বলতে-বলতে শ্বশুর আব্দুল রশিদ ঢালী বাড়ি থেকে বের হন। রাত ৮টার দিকে মেয়ে তিন্নির ফোনে কল দিয়ে তার বাবা আব্দুল রশিদ জানান, তিনি ফুলবাড়ী গেটে অবস্থান করছেন। তখন তিন্নি তার বাবাকে দ্রুত বাড়িতে আসার জন্য তাড়া দিতে থাকেন। এরপর থেকে আব্দুল রশিদের ফোন বন্ধ পাওয়া যায়। দুই দিন পর আড়ংঘাটা থানার তেলীগাতি বাইপাস মহাসড়কের পাশে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। শ্বশুরের কাছে পাওনা টাকা এবং পারিবারিক কলহ নিয়ে তাকে হত্যা করা হয়।

একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই মো. রফিকুল ইসলাম শেখ রাশেদ এবং তার ছোট ভাই শেখ রকিবুল ইসলামের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়