লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১ টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী মান্নান এশার নামাজ পড়তে মসজিদে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসময় মান্নানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি উদ্ধার সদর হাসপাতালে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।
ঢাকা/লিটন/এস