ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহের সড়কে ঝরল প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৪ মে ২০২৫  
ঝিনাইদহের সড়কে ঝরল প্রাণ

ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান লাটার ধাক্কায় ফজলু খাঁ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার উল্ল্যা গ্রামের মাদরাসা মোড়ে ঘটনাটি। 

নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লাটা কোলা বাজার থেকে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। উল্ল্যা মাদরাসা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই যানটি। এতে ঘটনাস্থলেই ফজলু খাঁ মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়